বঙ্গব্ন্ধু
- সহিদুল ইসলাম


১৯২০ সালের ১৭ মার্চ রাতে
আকাশ বাতাস আলো করে
জন্ম নিলে তুমি,
ইতিহাসের মহানায়ক
বিশ্বজুড়ে নাম ছড়ালো
ধন্য হলো ভূমি।
এমন বালক বাংলাদেশে
আউল বাউল নদীর দেশে
আর কী মোরা পাবো?
সিংহ ত্যাজি অসীম সাহস
সত্য ন্যায়ের নিশান বাহক
খুঁজতে কোথায় যাবো?
তুমি যদি থাকতে বেচে
উড়ে যেতাম তোমার কাছে
জানতে চেতাম
কেমন করে এমন নেতা হলে?
হয়তো তুমি কাছে ডেকে
আমার মাথায় হাত বুলিয়ে
বলতে তোমার মনের কথা
মিষ্টি হাসি হেসে।
সারা বছর তোমায় খুঁজি
পাহাড়, নদী, সাগর জলে
মনের কথা বলবো বলে
শুধুই খুঁজে যাই,
অবশেষে ফেব্রুআরি, মার্চ আর ডিসেম্বরে
লাল-সবুজের পতাকাতে
তোমায় খুঁজে পাই।