ধলেশ্বরী চর
-সহিদুল ইসলাম
কলাগাছিয়া বাজার ঘেঁষে দক্ষিনে এক নদী,
ধলেশ্বরী আঁকাবাঁকা চলছে নিরবধি।
এই নদীটা পার হলেই সারি সারি ঘর,
একটু দূরে পা বাড়ালে দেখবে বিশাল চর।
ধলেশ্বরী চর সেটাই আসতে নাকো মানা,
সুন্দরের এক লীলাভূমি নেই অনেকের জানা।
চর এর পরই মুন্সিগঞ্জ  শীতলক্ষ্যা নদী,
দেখতে পাবে এই চরেতে আসতে পারো যদি।
নাম না জানা ঘাসের পাহাড়  দারুন পরিবেশ
চতুর্মুখী বাতাস এসে জুড়ায় মনের কেশ।
চোখ জুড়াবে,মন জুড়াবে আসবে সেথায় যেই
ক্ষেতের ফাঁকে হেটে যেতে কষ্ট তেমন নেই।
আঁকা বাঁকা মেঠো পথে সবুজ ঘাসের ঘ্রাণ
পরশ বুলায় মনের মাঝে জাগায় নতুন প্রাণ।
তিনটি নদীর মোহনাতে উঁচু নীচু মাটি
উর্বরতার তুলনা নেই সোনার চেয়েও খাটি।
নরম ঘাসে বসতে পারো সবুজ ভালোবেসে
মনের যত দুঃখ আছে হারিয়ে যাবে শেষে।
বলবে তখন ধলেশ্বরী প্রকৃতির এক রূপ
ভুল করেছি পূর্বে সেথায় দেইনি কেন ডুব।