কিছুই পারিনি
- সহিদুল ইসলাম

রাত ৪.৩০ মিনিট!
কুয়াশাচ্ছন্ন ঘুটঘুটে অন্ধকার!
বিদায় বেলায়-
তোমাকে বুকের খুব কাছে টেনে 
হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ করতে চেয়েছিলাম!
পারিনি!
প্রিয়ার মতো জড়িয়ে বাহু বন্ধনে আগলে রেখে -
হাউমাউ করে কাঁদতে চেয়েছিলাম!
পারিনি!
পিক আপ ফিরিয়ে দিয়ে স্বার্থপরের মতো  নিজের কাছে রাখতে চেয়েছিলাম,
পারিনি!
গাড়ির পিছু পিছু খানিকটা পথ পারি দিতে চেয়েছিলাম,
যেতে পারিনি!
দৃষ্টি থেকে হারিয়ে যাবার পর
বাসায় এসে অশ্রু ঝরাতে চেয়েছিলাম,
তাও পারিনি! 
কারণ, আমি!  কখন যে
পাথর হয়ে গিয়েছিলাম বুঝিনি!
তাই কিছুই পারিনি! পারিনি!!পারিনি!!!
-০২.০২.২০২৫