তুমি যদি বলো
-সহিদুল ইসলাম
হাজারো ইরানি গুলিস্তানে
তুমি এক উজ্জ্বল দীপ্তিময় ফুটন্ত গোলাপ।
তোমাকে দেখে মুগ্ধ লক্ষ-কোটি অলি!
হাজারো  পক্ষীকূল ডানা ঝাপটিয়ে বেহুশ-
শুধু তোমাকে দেখার আশায়।
কোটি কোটি মানব-মানবী আত্মহারা তোমাকে একটু স্পর্শ করার বাসনায়!
তুমি কোন সাধারণ ললনা নও,
তুমি কি বেহেশতী হুর?
নাকি অন্য কিছু!
তোমার মনুষ্য শক্তিতে যে কেউ মুগ্ধ,
তাই আমিও!
তুমি যদি বলো তোমাকে এনে দিতে পারি কপোতাক্ষের সেই অতৃপ্ত জল।
৮৮৮৪ মিটার পারি দিয়ে এনে দিতে পারি হিমালয়ের চূড়া থেকে এক খন্ড বরফ,
ফুজিয়ামার উদগিরিত  লাভা, হেনরির গলিত শিলা। এনে দিতে পারি ল্যাব্রাডর স্রোতের সবুজ পানি। তুমি যদি বলো
এনে দিতে পারি কিউবার চাকচিক্য  মনি মুক্তা, মালয়েশিয়ার উন্নত রাং,
দক্ষিণ কোরিয়ার পশমী বস্ত্র, এজিয়ান সাগর থেকে এনে দিতে পারি শীতল পানি, ইরানের লালগালিচা এবং মর্মর পাথর।
তুরস্ক থেকে এনে দিতে পারি রুপা দস্তা।
সৌদি আরব ইসরাইল থেকে এনে দিতে পারি স্বর্ণের বালা, শৈলোৎক্ষেপ বৃষ্টির জল এনে দিতে পারি প্রতিবাদ ঢাল থেকে।  এনে দিতে পারি মালয়েশিয়ার কফি, কোকো আর চা,
পৃথিবীর ছাদ থেকে এনে দিতে পারি এক খন্ড মাটি। ১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কিলোমিটার প্রশান্ত মহাসাগরের তলা থেকে এনে দিতে পারি এক মুঠো বালি।
শুধু!
শুধু তুমি যদি একবার বলো,
শুধু একবার বলো।
তোমার মনের লুকনো কথা।