ভালোবাসার কবর -৩
- সহিদুল ইসলাম


চেষ্টা করেছি, বিশ্বাস করো
রুখতে পারিনি গতি
তাইতো আজি তোমার পানে
আমার এই পরিণতি।
শাখার পর শাখা বেড়িয়ে
আহত করেছে মোরে
বিনিময়ে তুমি কাছে না এসে
চলে গেছো বহু দূরে।
সেই গাছ আজ পূর্ণ হয়ে
দান করেছে ফুল
মোর জীবনে ভালোবাসা ছিল
সবচেয়ে বড় ভুল।
সেই ফুলের মূল্য হয় না
চলে না কোন দান
তোমার ত্বকের গন্ধ তাতে
আজও চির অম্লান।
প্রতিটি পাতায় তোমার স্মৃতি
নিপুন ভাবে লেখা
জানিনা তোমায় আগের মত
পাবো কি আবার দেখা?
এই জীবনে সেই গাছে আর
ধরবেনাকো কোন ফল
সে কথা ভাবিতে মনের অজান্তে
নয়নে আসে গো জল।