ভালোবাসার কবর-৭
-সহিদুল ইসলাম


অনেক সময় কাছে নিয়ে ওকে
বলেছি বারংবার
রুমাকে তুমি বারণ করো
ও কথা বলো না আর,
লোকে শুনলে হাসবে ভীষন
বিয়ের আগেই ভাবী
ওসব কথা বন্ধ করাও
তোমার কাছে দাবি।
হাসির ছলে উড়িয়ে দিতো
বলতো বাঁকা চোখে,
তাতে কিছু আসে যায় না
বলুক নানা লোকে।
নববধূ যেমন স্বামীর ঘরে
লজ্জা রাঙ্গা ফুল  
তেমনি করে লজ্জা পেতে
করত না সে ভুল।
সেই ছোট্ট শব্দটুকু
আজো মোর কানে ভাসে
সাগর নদী আকাশ-পাতাল
আমার শোকেতে হাসে।
মনের কথা বলতে তাকে
জাগতো  মনে সাধ
কাছে এলে ভুলে যেতাম
যেন মরণ ফাঁদ।