ফিলিস্তিনে নির্বিচারে ‎মানুষ হত্যা চলছে
‎যায়নবাদীর বোমার আগুনে ‎গাজা শহর জ্বলছে।
তাদের ত্রাসে মরছে হাজার, লাখো নর-নারী
সুনীল আকাশ হয় প্রতিদিন আর্তনাদে ভারী ।

আবাল বৃদ্ধ অবুঝ শিশুর নিষ্পাপ শত লাশ
ধূ-ধূ প্রান্তর করছে কেবল শুধুই পরিহাস।
চিরকালের মতোই আছে ‎নিরব জাতিসংঘ
আমেরিকা বলে হামলা কর মোরা দেবো সঙ্গ।

বিশ্বের বুকে অকুতোভয় ইরান একটি নাম
মুসলিমিনির জন্য করে একাই তারা সংগ্রাম।
আল্লাহ তুমি সহায় হয়ে রক্ষা কর ইরান
দ্বীনের তড়ে জীবন দিতে হয়না পিছটান।

শক্তি সাহস বৃদ্ধি কর লড়ছে যতো বীর
ধরার বুকে সমুজ্জ্বল থাকে যেন তাদের শীর।