জ্বলন্ত আগুন
আমার হাতে জ্বলন্ত আগুন,
প্রয়োজন আছে যত
রাখবো হাতে নিকোটিনের আগুন ততো।।


যতকাল বেঁচে থাকবো
নিকোটিন নিয়ে-ই বেঁচে থাকবো,
কালো ধোঁয়ার বাসা বানাবো,
আমার হৃদয়ে,
ফুসফুস কে জ্বালিয়ে,
কালো ঠোঁটের হাসি ফুটাবো।।


কবি যেমন কবিতার প্রেমে পড়ে,
আমি প্রেমে পড়বো নিকোটিন ধোঁয়ার,
আমার বসবাস হবে
আমার ঘর হবে
আমার সংসার হবে
সম্পন্ন জ্বলন্ত আগুন
নিকোটিনের ধোঁয়া মুখে নিয়ে।।


যে কবি একদিন তোমার প্রেমে পড়েছিল,
গেয়েছিল গান,বাজিয়ে ছিল বাঁশী মধুর সুরে,
লিখেছিল শুধু তোমাকে নিয়ে,
কত কাব্য প্রেমের কাহানী।।


আজ তার মন জুরে বিষাদ
ভেঙে গেছে হৃদয়
জ্বলন্ত আগুন এখন তার ফুসফুসে জ্বলে
গড়েছে বিশাল নিকোটিনের পাহাড়।।