একদিন ঘুমাবো মা তোমার কোলে,
আঁচল দিয়ে ঢেকে রেখো মুখটি আমার সযত্নে,
সূর্যের আলো যেনো না লাগে আমার মুখেরপরে।
সেদিন ডেকো না মা মধুর সুরে
এই খোকা উঠ বলে,
হয়তো উঠবে না তোমার খোকা
চোখ মেলে আর দেখা হবে না তোমায়।
ঘুমের ফাঁকে উড়াল দেবো মা
চলে যাবো আত্মা নিয়ে পরবাসে,
দেহখানি থাকবে পড়ে
সাদা কাফনে জড়িয়ে মাটিতে রেখো,
ডেকো না সেদিন, ডেকো না গো মা, আদর করে নামটি ধরে,
কান্নায় কান্নায় এখন ক্লান্ত এ দু-চোখ
খুলবেনা আর মা গো তোমার মায়াবী সেই ডাকে।।