ইচ্ছে করে আবার ফিরি
অবুঝ শিশু হয়ে,মা তোর আঁচলে।
ইচ্ছে করে সব ফেলে দিয়ে
বাবার কাঁধে মাথা রেখে
অবুঝ শিশুর মত একটু ঘুমাই শান্তিতে।


জয় পরাজয়ে বিষাদে তলিয়ে জীবন
হাহাকার করে মা, যখন পেট কাঁদে
তখন চোখটাও ঝাপসা হয়ে আসে,
মনে হাজার প্রশ্ন উঁকি দেয়
ধনীদের পেটে কী কান্না হয়?


ওরা তো এক সই'য়ে কোটি টাকা লুটছে
আমি নিত্যদিনের মতই শ্রম করে
উপার্জন করতে শিখেছি..
মা কেনো আমাকে স্কুলে পাঠাওনি?
বাবা কেনো আমাকে দুর্নীতি শিখাওনি?


আমি যে আজ বড্ড ক্লান্ত
দু-চোখ অশ্রুসিক্ত
আমি দেখছি ক্ষুধার জ্বালা
আগুন হয়ে দাউ দাউ করে পেটের কিটগুলো
অবুঝ পাখিগুলো কান্নার নোনাজলে
আঙ্গুল চিবিয়ে নিদ্রার কোলে ঢলে পড়ে।