মাঝে মাঝে ভাবি
আমিও লিখবো একটি গল্প কবিতা,
লিখবো উপন্যাস,
ছন্দে ছন্দে মিল হবে,
মিটবে আমার লিখার সাধ।।


মিলাতে পারিনা এক লাইন,
কাব্য ব্যাকরণ,
ছন্দে ছন্দে হয়ে যায় আমার লেখার ছন্দপতন ।।
তবুও ভাবি লিখবো আমি
হাতে নেই কলম,
খাতার মাঝে গেলে আমি
হয়ে যাই ভিতু।।


কবি হওয়ার ইচ্ছে, সাধ,
রাত দিন জাগে,
আহত হয়ে পড়ে থাকি কলম খাতার পাশে,
অর্থ,ছন্দ কিছুই ধরে না মাথায়,
লেখার সাধ তবুও আমার হৃদয়ে বয়ে যায়।।


স্বপ্নে দেখি ঘুমের ঘোরে
লিখছি গল্প,কবিতা মন ভরে,
ঘুমে থেকে উঠে দেখি
শূন্য পরে আছে কমল খাতা টেবিলের উপরে।।
এখনো যে আমার একটি কবিতা
লেখা হয় নি,
হয় নি এখনো খাতা পূরণ,
কি করে লিখবো আমি কাব্য ব্যাকরণ।।


ছন্দ মিলাতে পারিনা আমি
পারিনা কাব্য রঙ,
এলোমেলো হয়ে যাই ভীষণ,
তবুও আমি লিখতে চাই একটি কাব্য ব্যাকরণ।।