বুকের ভিতরে চাপাকান্না কখনো দেখেছো?
দেখেছো তার চোখে পদ্মা মেঘনা যমুনা।।
যদি না দেখতে পাও,
তাহলে ঐ চিপা গলির পথে যাও,
দেখতে পাবে একটি লাল পতাকার হাহাকার,
শুনতে পাবে একটি সন্তান হারানো,
মায়ের আত্মচিৎকার।।
যে ডিসেম্বর রাতে তুমি আয়োজন করো,
নানান রঙের বাতি,
সেই রাতে-ই কাঁদে মায়ের বুক খানি।।
হাহাকার করে বোনের চোখ,
চাপাকান্না তবুও ধরে রাখে দু'চোখ,
কখন যে ডাক দিয়ে বসে,
ভাইটি আমার বোন বলে।।
সেই আশায়, সেই অপেক্ষায়,
মা বোন আজও ঐ চিপা গুলিতে কাঁদে।।