মোহনার তীরে ছুটেছি নীড়ে
যেখানে আছে বিশ্বাস
বুক পেতে নিবে বরণ করে,
ছোট্ট একটি বাগিচায়
একটি ফুল রয়েছে ফুটে,
অপেক্ষায় অপেক্ষায়
কত যুগ দিয়েছে পাড় করে!


বলছি শোনো একটি কাহিনী তবে
সেই নীড়ে বসে আছে
অফুরন্ত ভালোবাসা চোখে নিয়ে,
অপেক্ষায় অপেক্ষায়
রাত দিন পাড় করে!!


হাতের মুঠোয় বিশ্বাস ধরে
পথও আছে চেয়ে,
আমি ফিরবো বহু যুগ পরে!
আঁখিজলে স্নান করে
দুঃখ আছে মনে,
তবুও বলিতে নাহি পাড়ে
হৃদয় উজাড় করে!!


আমি চলছি সেই পথে
মোহনার তীরে
অপেক্ষায় অপেক্ষায়
আজও বসে আছে
নীল চুড়ি লাল ফিতা পড়ে!!