আমি জ্ঞানের চর্চা করছি নিজ থেকে
নিজের ভাবনাকে তুলে ধরছি
আমার শিক্ষার প্রয়োজন আছে
তাই আকাশ দেখি বারবার চোখ মেলে,
বিশাল একটা আকাশ নীল রঙে সাজানো
ছুঁয়ে দেখা হবেনা তবুও হাত ইশারা করি,
পাহাড়ের উঁচুতে উঠি
ধ্বসে গিয়ে নিঃশেষ হয়ে যাই
আবার উঠি আবার দাঁড়াই।
এভাবে দাঁড়াতে দাঁড়াতে আমিও একদিন
পৃথিবীর বুকে অভিনয় শিখে যাবো
জ্ঞানের চর্চা হবে সম্পূর্ণ।
কী করে মানুষ অভিনয় করতে পারে
এটা জানার খুব ইচ্ছে
তাই একটু এলোমেলো ভাবে পথ চলা
এই শহরটা অন্ধকারে ভরা
মিথ্যা অভিনয়ে ঘেরা।
আগামী দিনে কী হবে, কী ভাবে ধ্বংস হবে
হৃদয় স্পর্শের সম্পর্ক গুলো
কারোই জানা নেই
হয়তো স্বার্থের জন্যে
নয়তো অবহেলার কারণে।
তাই লিখে রাখি
এই শহরে আমি পাথর খোদাই করে
জোছনা রাখি হাতের মুঠোয়
আলোকিত করি ল্যাম্পপোস্টের বাতি জ্বালিয়ে
আমার শিক্ষার প্রয়োজন আছে
ঐ সব মানুষের কাছে থেকে
যারা অভিনয় করে দূরে সরে যাচ্ছে.!