ওহো ইছামতি
পদ্মা শাখায় বয়ে চলা সুদৃশ্য এক নদী।
বর্ষার জলে টলটলে
বন্ধু আমার স্নান করে,
মানুষের মেলা দুপুরবেলা
গোসলে পাড়ে পাড়ে সৌন্দর্য ভরা
নবাবগঞ্জ থানার ছোট ইছামতি।


এই থানাতে জন্মেছে
মহাকবি কায়কোবাদ,
ইছামতির পাড় ঘেরা
বড় বড় রাজপ্রাসাদ,
ইতিহাসের সাক্ষী হয়ে
পুরাতন বান্দুরা বাজার।


ছোট্ট তার পাশ
ইছামতি এখন কাঁদে বারোমাস
দীঘল প্রচুর বড়
সাথে মিলিছে ছোটখাটো
একাধিক খাল-বিলের জন্ম।


চলাচল থমকে গিয়ে
বছর শেষে নৌকাবাইচে
ভরে উঠা সৌন্দর্য যেনো আর নেই,
নিথর নীরব একটি বাঁধে
কেঁড়ে নিয়েছে ইছামতির যৌবন।


পাড়ে পাড়ে আবর্জনা ঢেলে
জল করেছে দূষণ
নেই আর ছোট ছোট নৌকায়
জেলেদের মাছ শিকার।


আজ মরে গিয়ে বেঁচে আছে
শুধু নামকরণ,ইছামতি নেই আর
সেই আগের মতন।