যেদিন চলে যাবো
রাতের আকাশে তারা হতে,
শূন্য হবে বাবার ভিটা
মায়ের কোল,
বঞ্চিত হবে ভালোবাসা থেকে
প্রিয় আদরে ভাই বোন।।
তুমি রবে সেইদিন
পাথরের প্রতিমা হয়ে
যেদিন চার পায়ে করে উঠিয়ে নেবে আমাকে।।


ভীষন হাওয়া হবে
শেষ বারের মত আমার মুখটি দেখবে
বর্ষা হবে তোমার দু'চোখে ।।
তোমার হৃদয় ভেঙ্গে যাবে
বোবা কান্নার আর্তনাদে।।


সারা বাড়িতে কেমন যেন
ঠান্ডা হয়ে হিম ছোঁয়া বরফের মতো পরিবেশ হয়ে উঠবে,
শুধু কান্নার আওয়াজ ভেসে বেড়াবে।।
দু'জনার মিল আর হবেনা,
হবেনা কথায় কথায় ঝগড়া
একটি গান দুই কানে হবেনা শুনা।।


বিছানার একপাস
খালি পরে রবে
হাতে রিমোট নিয়ে আর হবে না
কাড়াকাড়ি।।


ভীষণ বোবা কান্নায়
ভাষাহীন প্রাণ তোমার,
তুমিও হয়ে যাবে রঙ করা পুতুল,
পাথরে প্রতিমা
হৃদয় ফাটানো আর্তনাদে বলে যাবে।।


তুমি বেঈমান,
তুমি বেঈমান
আমাকে একা করেই চলে গেলে
দূর থেকে বহুদূরে।।