কাব্য - কী হয়ছে তোমার?
কাল কোথায় ছিলে আগে তাই বল?


কবিতা- কাল রাতে আপুর বাসায় থেকে এসেছি
এলার্জির ঔষধ খেয়েছি, তারপরে আর হুস নাই।


কাব্য- তারপরে?


কবিতা- তারপরে তোমার আগমন।


কাব্য- তারপরে?


কবিতা - আমার হৃদয় সিক্ত।


কাব্য -তারপরে?


কবিতা - অভিমান করেছ?


কাব্য - নাহ্ কেন অভিমান করবো?


কবিতা - আচ্ছা তাই বুঝি!
মনে পড়ে কি তোমার সেদিনের কথা?


কাব্য - শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু মনে আছে কিছুই ভুলিনি আমি।


কবিতা - তোমার সেই প্রথম ছোঁয়া
পাশাপাশি চলা সব মনে আছে তোমার?


কাব্য - হ্যাঁ তোমার সেই প্রথম তিন বাক্য,
খুব জড়তা নিয়ে বলেছিলে সে কথা কি ভুলা যায়।


কবিতা - মনে আছে সেই প্রথম দিন,
রাত জাগা গল্প করা।


কাব্য - কী করে ভুলি, এসব কিছুই তো
আমার  হৃদয়ের ক্যানভাসে আঁকা (কবিতা)


কবিতা - এখনই কি চলে যাচ্ছ।


কাব্য - কোথায় আর যাবো,
আমার যাওয়ার আর জায়গায়
কোথায় আছে তুমি ছাড়া,
সকালের সূর্যোদয় থেকে সূর্যাস্তর শেষ যাওয়া,
সন্ধ্যা তারা শুরু করে ভোর রাত্রি শেষেও তুমি।।


কবিতা - এত ভালোবাসা কেন?


কাব্য - ভালোবাসার কী কোন শেষ আছে


কবিতা - যদি শুনতে পাও  আমি নাই,
তুমি আসার আগেই হারিয়ে গেছি, তখন কী করবে?


কাব্য - শোনো শেষ একটি  কথা, যেদিন শুনবো তুমি নাই,
সেদিন এই পৃথিবী জানবে আমিও নাই।।