খুনী কবিতা
বরাবর-ই চোখের চাহনিতে খুন করে!
খুনী কবিতা
বরাবর-ই হৃদয়কে ক্ষতবিক্ষত করে ঘা'য়ে!
তবুও খুনী কবিতা চোখে ভাসে
অন্তরে খেলা করে যুগ যুগ ধরে!
এভাবেই নিঃসঙ্গ করে চলে যায়
আবার আসে ফিরে কবিতার রূপ ধরে!
কোন এক সন্ধ্যার প্রদীপ জ্বেলে
গভীর রাতে নীরব অনুভবে,
কবিতার পৃষ্ঠা জুড়ে
বসতভিটা সাজিয়ে তুলে,
স্বপ্ন নিয়ে করে খেলা
মুচকি হাসিতে বরাবর-ই খুন করে!


বিঃদ্রঃ, কবিতাটি সসর্বপ্রথম আমার ফেসবুক টাইমলাইনে পোস্টকরা হয়েছে।