অনেক খুঁজেছি তোমায়,
নদীর ঘাটে,কলেজ মাঠে,
এই শহরে অলিগলিতে ছিন্নবিচ্ছিন্ন,
করে খুঁজেছি তোমায়।।


তবুও পেলাম না তোমায়
কোথায় হারিয়ে গেলে
কোন নির্জন এলাকায়।।
ঠিকানা বিহীন এই শহরতলীতে
কোথায় যে পাই তোমায়।।


কাকে বলবো,কাকে করবো জিজ্ঞাসা,
কোথায় যাবো, কোন পথে পাবো,
তোমার দেখাটা,
বারবার মনে আসে এই প্রশ্নটা।।


খুঁজে খুঁজে ক্লান্ত মন,
হতাশা হয়ে পরেছে ভেঙে,
অবশেষে খুঁজে পেলাম
আমার লেখা গল্প কবিতাতে।।


আঁকা বাঁকা লাইনের ধারে
একা বসে,কেশ কালো চুল ছেড়ে,
আকাশ প্রাণে চেয়ে আছো,
দু'চোখ মেলে।।


কাছে এসে ছুঁয়ে দেখি,
স্পর্শ করা যায় না তোমায়,
ভাসমান মেঘের মত
কোথায় যেনো হারিয়ে গেলে
আবার আমায় একা করে।।