নিস্তব্ধ গভীর রাত
চারিদিকে অন্ধকার
এমন সময় কানে ভেসে আসে
একটি আওয়াজ,
দরজায় কড়া নাড়ে সেই হাত
নূপুরধ্বনি, কাঁচের চুড়ি পড়া
মায়াবী এক কণ্ঠস্বর।।


এক পা,দু পা করে
এগিয়ে দেখি দরজা খুলে,
কেউ নেই,কেউ নেই দরজার বাহিরে,
ধুধু মরুভূমি
মধ্যরাত, জোনাকিপোকার শব্দ,
নীরবতা চারিদিক,
সবাই রয়েছে ঘুমে।


চুপচাপ বসে ভাবি
আমি রাত জেগে
এখনো হারানো স্মৃতি
আমার ঘরে ভিড় করে।।


আমি চিৎকার করে কাঁদতে চাই
পারিনা কাঁদিতে
কণ্ঠ যেন বোবাকান্না,
হাউমাউ করে উঠি মধ্যরাতে।।


হৃদয়টা আজ ক্ষতবিক্ষত
বিষণ্ণতা ভরে গেছে,
নিস্তব্ধ রাত আমি একা জেগে,
ভোর হয়ে যায়,সূর্য উঠে,
আমি থাকি তোমার অপেক্ষাতে।।