মানুষ চলে যায়
মানুষ ভুলে যায়
মানুষ ইতিহাস গড়ে যায়।
মানুষের বহু রূপ, বহু রঙ,
মানুষ একেক জন,একেক রকম।
মানুষ ভেঙ্গে যায়,
মানুষ গড়ে দিয়ে যায়,
কেউ হাসায় কেউ কাঁদায়।
বিশ্বাস ভেঙে যায়
প্রতারণা করে যায়
সময় নিয়ে টাল বাহানা
শুধু মানুষ-ই করে যায়।
তবুও হায় অমানুষ গুলো
মানুষের কাতারেই রয়ে যায়।
বড় বড় দালান কোঠায় নেশার তাল মিলিয়ে
হঠাৎ ধনী হয়ে যায়
এরাও মানুষ
আমরাও মানুষ পার্থক্য কোথায়.?
মানুষ হয়ে মানুষের সাথে বেঈমানী করা
অল্প কিছু টাকার লোভে
একজন মানুষ হয়ে আরেকজনের
পেটে লাথি মারা
মানবতা দেখি মানুষের হৃদয় মাঝে নাই।
সৃষ্টির সেরা জীব মানুষ
তবুও আমরা কেনো মানুষ হয়ে
আরেকজন মানুষের সাথে ধোকাবাজী করে যাই।