মায়াবী আমি আজকে স্বপ্ন দেখলাম,
স্বপ্ন দেখলাম আমি বসে আছি,
কত স্বপ্ন আশা ভালোবাসা নিয়ে তুমি আসলে
খুব কাছে সব দিলে মন উজাড় করে।।


কত আশার জাল বুনেছি আমি,
তোমার ভালোবাসা নিয়ে,
তুমি এসে দূর করবে আমার ক্লান্তি।।


প্রতিদিন সকালের রঙিন স্বপ্ন ভর করে তুলে আমাকে তাই তো আমি ভালোবাসার স্বপ্ন বুনে চলি।
ভেবেছিলাম নীল রঙের শাড়ীতে,
জড়াবো তোমার শরীর খানি।।


হাতে থাকবে নীল রঙের কাচের চুড়ি,
পায়ে আলতা লাল রঙের,
ঝংকার শব্দে বাজবে তোমার পায়ের নূপুরধ্বনি,
কপালে পড়ানো নীল টিপ খানি।।
তুমি আসবে নদীর পাড়ের সেই বড় বটগাছের নিচে
বসবো দুজনে কাটাবো অলস দুপুর।।
হালকা ঝড়ো সযত্নে মাতাল হাওয়া
পাগল করে তুলবে তোমার চুলগুলি।।
আমার ভালো লাগবে তখন,
নিজের হাতে ধরবো তোমার হাত যখন।।


দেখবো স্বপ্ন অবিরত,
ভালোবাসবো তোমায় প্রতিনিয়ত,
মনে প্রাণে বড় হোক আমাদের স্বপ্ন,
ভালোবেসে দুজনে হয়ে যাবো একত্বতা।।


অতঃপর নীল কষ্টগুলো বিসর্জন দিয়ে দিতাম,
দেখে তোমার মুখ,
হয়ে যেতাম পৃথিবীর অন্যতম সুখী মানুষ।।