খোলা চুলে যখন হাতের স্পর্শ পাবে
দেহের শিরায় শিরায় ভালোবাসা মিশ্রণ হবে।
লোম দাঁড়িয়ে যাবে শরীরে শিহরণ জাগাবে
এ যেনো ভালোবাসার মৌন সন্ধিক্ষণে।


যখন দুই ঠোঁট চার ঠোঁটের আলিঙ্গনে
উচ্চ তাপমাত্রায় চার পায়ের নগ্ন ছোঁয়াতে..
এ যেনো এক আদিম খেলায় মাতোয়ারা ....
যাচ্ছে বয়ে শিরা উপশিরায় ঢেউয়ের দোলা..


এ কী শুধুই বন্ধন ?
নাকি অন্য কিছু প্রিয়ন্তী ?
আমি যেনো যুগ যুগ ধরে পথ চাওয়া ক্লান্ত পথিক,
তৃষ্ণায় মরুভূমিতে দাঁড়িয়ে,
তুমি জল ঢেলে দেবে কি ?


সহসাই তুমি হাস্যজ্বল বদনে ডেকে বললে,
পথিক তুমি ছুটছো তবে হইয়ো নাকো
এতোটুকুতে ক্লান্ত।
এ পথের বাঁকে আছে চোরাবালি
হইয়ো নাকো কভু বিভ্রান্ত।