ওরা সূর্য সন্তান,
ওরা রক্তের লাল নিশান
ওরা নব প্রজন্মের শক্তি
পারবে না কেউ ছিনিয়ে নিতে হাতিয়ার।


ওদের বুকে মানচিত্র আঁকা
রক্তে রক্তের ক্ষরণ,
যখন জেগে উঠে
তখন পৃথিবী আলো ছড়ায়
যখন ঘুমিয়ে থাকে
তখন সব অন্ধকার।।


আজ গড়ে তুলেছে হাতে হাত
শ্লোগানে শ্লোগানে
নরপিচাশদের হাসিতে,
তবুও ভয় নেই,ভয় ওরা পায় না,
ওরা হয়ে উঠেছে আগুনের গোলা
রফিক, জব্বর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।।


নিরাপত্তা নিয়ে ফিরবে ঘরে
এ যে আর্দশ মায়ের সন্তান।।


সময় সামনে চলার
ভয় নেই,ভয় ওরা পায় না,
ইতিহাসের পাতায় থাকবে লেখা
জীবন দিয়ে গড়েছে দেশের নিরাপত্তা।।


পতাকার প্রতিচ্ছবি
শ্লোগানে মিছিলে ওদের মুখ,
নিরাপত্তা চাই, শুধু নিরাপত্তা
সব কিছুতে নিরাপত্তা চাই।।