সেদিন ছিল বৃষ্টির দিন,
নবাবগঞ্জ চৌরাস্তার পাশে,
দাঁড়িয়ে ছিলো বাবু,
হাতে ছিল জ্বলন্ত একটি সিগারেট,
হঠাৎ দেখা হলো দুজনার,
চোখে চোখ পড়ে গেলো।।
প্রশ্ন ছিলো,
বাবু,কেমন আছো,
বাবু- ভালোই আছি,
তুমি কেমন আছো,
আমিও ভালো'ই আছি।।
বাবু,তুমি এখনো সিগারেট খাও,
হ্যা খাই,আগে বারণ করার তুমি ছিলে,
এখন তো নাই,তাই খাই।।
বাবু তুমি এখনো রাত জাগো,
হ্যা জাগি,রাত দিন এখন আমার কাছে এক সমান।।
লাস্ট প্রশ্ন,
বাবু তুমি কি আমাকে আজও ভালোবাসো,
বাবু-পৃথিবীতে যদি চাঁদ সূর্য সত্যি থাকে,
তাহলে তোমার প্রতি আমার ভালোবাসাটাও আছে।।
বাবু প্লিজ আমাকে ভুলে যাও,
বাবু-কি করে ভুলে যাবো বলো,
কেউ কি চাঁদ সূর্য কে ভুলে থাকতে পারে,
তুমি তো আমার চাঁদ সূর্য দু,টাই।।
বাবু তুমি আমাকে ভুল বুঝোনা,
আমি সবাইকে মানাতে চেয়েছিলাম,
কেউ আমার কথা শুনেনি।।
বাবু প্লিজ তুমি আর সিগারেট খেওনা,
বাবু তুমি ভালো থেকো,
নিজের শরীরের প্রতি যত্ন নিও।।
বাবু বৃষ্টি কমে গেছে তাহলে আমি চলি,
বাবু এক নজরে চেয়ে আছে,
তার চলে যাওয়া দেখছে,
আকাশের বৃষ্টিতো কমে গেছে,
বাবুর চোখে যে বৃষ্টি অবিরত ঝরছে।।