আমি এই সমাজের কথা বলছি না
আমি বলছি এই সমাজের ভেতরে থাকা
কুৎসিত কিছু মানুষের কথা।
যাদের কারণে আজ সমাজ নষ্ট
যাদের কারণে আজ মুখ দেখাতে পাই লজ্জা।


নষ্ট হয়ে যাচ্ছে ভালোবাসা নামক পবিত্র শব্দ
নষ্ট হয়ে যাচ্ছে ভালোবাসার সুন্দর একটা সম্পর্ক
আমি সেই সব মানুষের কথা বলছি
যারা ভালোবাসা'কে বাজারের পণ্য ভাবে।


আমি সমাজকে নষ্ট বলছি না
আমি সমাজে থাকা ঐসব মানুষের কথা বলছি
যারা সুন্দর সমাজকে নষ্ট করছে
যারা পবিত্রতা নষ্ট করছে
যারা বিশ্বাস ভেঙ্গে বিশ্বাস গড়ার চেষ্টা করছে।


আমি তাদের কথা বলছি
যারা দুর্নীতি করেও সুন্দর আসনে বসে কলম নাড়ছে,
আমি সেই সব মানুষের কথা বলছি
যারা নিজের স্বার্থে
সমাজকে আজ বন্দী করে রেখেছে


আমি ঐসব মানুষের কথা বলছি
যাদের ভেতরে মানবতা বলতে কিছু নেই
বিশ্বাসঘাতকতা-ই হচ্ছে তাদের একমাত্র সম্বল।