অপূর্ব
_______শাহীন নীল


বেশ একটা পথ হাটছিলো
দুজন দুজনার হাত ধরে,
স্বপ্ন গড়ার তালে তালে।।


কত স্বপ্ন দেখেছিলো দুজনার মন,
সব স্বপ্ন কি আর হয় পূরণ।।
সোনালীর স্বপ্নের মত রাত জেগে
কতই না গল্প হতো দুজনে মিলেমিশে।।


স্বপ্নের বিভোর সুখের ছোয়ায়,
সুখের দোলানায় নেচে বেড়াতো মন ময়ূরী
হঠাৎ একদিন থেমে গেলো
গল্প খানি কালবৈশাখী ঝড়ে
হারিয়ে গেলো কিছু না বলে।।


অপূর্ব ছিলো তার প্রেম কাহানী,
বুঝে ওঠতে পারিনি আমি,
সে যে ছিলো শুধুই তার নাটকী মায়াবতী।।