তুমি কী অপেক্ষা করো
অপেক্ষা করো সেই নদীর ধারে?
প্রশ্ন তুলবো না আর
কেননা আজ কোন অধিকার নেই!!


তুমি কী অপেক্ষা করো?,
অপেক্ষা করো সেই ফুল বাগানে
আজ আর প্রশ্ন নয়,
কেননা আজ বলার মত ভাষা নেই!!


তুমি কী এখনো বেনী করো
কেশ কালোতে?
লাল ফিতা, হাতে পড়ো নীল চুড়ি
এখনো কী সন্ধ্যায় মোমবাতি জ্বালাও?


তুমি কী এখনো রাত জেগে
তাঁরা ভরা আকাশ দ্যাখো?
এখনো কী সেই নব্বই দশকের গান শোনো?
সেই প্রিয় জায়গায় বসে,
এখনো কী একা একা কথা বলো?


তুমি কী এখনো চাঁদ দ্যাখার জন্য
ছাদে উঠো?
না-কি চাঁদ দেখাও ভুলে গেছো?


তুমি কী এখনো আমায় ভাবো
আমায় ভেবে কী
এখনো কান্না আসে তোমার দু'চোখে?
প্রশ্ন তুলবো না
কেননা আজ আর তুমি আমার নেই..!!