যে বইটি তোমার নামে উৎসর্গ ছিল
সে বইটি আর খুলে দেখো না
সেখানে এখন জীবন্ত লাশের গন্ধ পাবে!
প্রতিটি লাইনে অক্ষরে পেতে পারো
যন্ত্রণা পুরনো কথা মনে করে
পেতে পারো তাজা রক্তের প্রতিচ্ছবি!


পৃষ্ঠার ওপারে যেওনা
যেখানে লেখা আছে তোমার নাম উৎসর্গ করে!
কোন যত্নের দরকার নেই
তোমার দু-চোখে জল গড়াতে পারে!
বুকের গালিচায় রেখো না
তোমার হৃদয়ের শ্বাস কষ্ট হবে!!


ছুঁড়ে ফেলো চোখ বুঝে বহুদূরে
নয়তো পুড়িয়ে আগুনে,
যেভাবে জিন্দা মানুষকে পুড়িয়েছো
অভিমানের পদদলিতে!


বইটি আর খুলে দেখো না
যেখানে এক হৃদয় ভাঙ্গা প্রেমিকের আর্তনাদ আহাজারি করে,
সেখানে ডুব দিওনা
তুমি সইতে পারবে না
আমার ব্যথার যন্ত্রণা।


তুমি আর খুলে দেখনা
ছন্দ ছাড়া বইটি
যেখানে ছিল শুধু তোমার আমার
প্রেম বিরহ কিছু হাসি আনন্দ,
সবটুকুই ছিল তোমাকে ঘিরে
শুরু থেকে শেষ অবধি
তোমার আমার শেষ কথাগুলি!!


আমার অগোচরে পুড়িয়ে ফেলো পুরনো স্মৃতিগুলো,
হৃদয়ের সবটুকু সুখ উৎসর্গ করলাম তোমার নামে,
ভালো থেকো তুমি, ভালো থেকো।