একদিন যেতে-ই হবে
দূরে বহু দূরে,
এ যে বিধাতার বিধান।।


হাজার স্বপ্নের কাব্য পাতা
তোমার নামে উৎসর্গ করা
একদিন তুমি বুকে জড়িয়ে
আমাকে অনুভব করবে।।


যেতে তো হবে আমাকে
তুমি যেতে দিবে না,
জোর করে হলেও আমাকে যে যেতে-ই হবে
নতুন কোন অজানা শহরে
তোমার মায়ার বাঁধন ছিন্নভিন্ন করে
ঐ দূর দেশে ।।


স্মৃতির স্মরণে পাবে আমাকে
দু'চোখের জলে খুঁজে বেড়ালে
পাবে ঘরের চার দেয়ালে,
সন্ধ্যা প্রদীপ জ্বেলে
ভোর প্রভাতে পাখির কিচিমিচি শব্দে।।


আমার স্মৃতিগুলো
সারাজীবন তোমায় ঘিরে রাখবে,
তোমারি প্রেরণায় পেয়েছিলাম
শত শত কবিতা লেখার ঘ্রাণ,
আমি রেখে গেলাম
তোমার হৃদয়ের আঙ্গিনায়
তুমি নতুন সুরে রাঙিয়ে নিও
দিও তাদের প্রাণ ।।