কেউ কী বুঝবে?
কখনো কী কেউ খুঁজবে?
হাতে হাত রেখে শহরতলি ঘরবে?
আজ সব প্রশ্ন থেকে যায় বাস্তবতায়!
কেউ তো আর ফিরবেনা
কেউ আর বলবেনা
চলো না সন্ধ্যা রাতে ফুসকা খেতে যাই!
কেউ তো গলায় জড়িয়ে বুকে মাথা রাখবেনা!
কেউ তো আর নিঃশ্বাসে নিঃশ্বাসে
ভালোবাসার সাগরে ঝিনুক কুড়াবে না!
এখন সব বেমানান মনে হয়
যা ছিল সবটাই কী মিথ্যে?
প্রশ্ন ঘুরেফিরে তার উওর খুঁজে?
কোথায় হারালো সেই মানবী!
কোথায় হারালো সেই স্বপ্নচারিনী!!