দুজনে-ই দেখেছিলাম স্বপ্ন
স্বপ্নরা জোট বেঁধে
এসেছিল দু'জনার চোখে,
রাত জেগে,দিন পেরিয়ে,
উঠে ছিলাম স্বপ্নের সিঁড়িতে।।


বুনেছিলাম স্বপ্ন পাহাড়,
হাসি-কান্না, ঝগড়া-ঝাটি,
ভালোবাসা পেয়েছিল
উড়েছিল স্বপ্ন সাড়ি সাড়ি।।


বাগানে ফুটে ছিল ফুল,
নদীতে এসেছিল জোয়ার ভাটা
তবুও ভাঙেনি স্বপ্নের কথা,
গড়েছিলাম দু'জনার মনে ভালোবাসা।।


দমকা হাওয়া এসে একদিন,
ছিন্ন বিছিন্ন করে দিল,
সাজানো স্বপ্নের গাছ-পালা,
ভেঙে গেলো সাজানো স্বপ্ন,
গুড়িয়ে গেলো স্বপ্ন সিঁড়ি।।


তবুও আমি থামিনি,
আমি স্বপ্ন দেখি,
কল্পনা আঁকি দু'চোখে জল নিয়ে
প্রতিটা নির্ঘুম রাতে,
যদি কখনো আবার ফিরে আসো
আমার স্বপ্ন ভাঙা উঠানে,


ব্যার্থতাকে দূরে সরিয়ে
অপূর্ণতা কে পূর্ণ করে
আবার স্বপ্ন সাজাবো দু'জনে মিলে।।