কবির কবিতা
ক'টা দিন থেকো আমি বিহীন একা।
গোপনে আসিবো স্বপ্নের পথ ধরে
ফোনে না হয়, না হোক
বাতাসে উপভোগ করে নিও।


পাঠালাম চুম্বন তিন ভাগে
অনুভূতি-তে নিও ছুঁয়ে
প্রথমতঃ কপালে
দ্বিতীয় দুই-নয়নে।


চারিদিকে করোনা ছুড়িয়ে
এখন দেখা হবে না তোমার সাথে,
স্মরণে রেখো খোদার নাম
দেখা যেনো হয় চিরচেনা পথে।


তবুও ভয় হয়,যদি দেখা না হয়
প্রতীক্ষায় থেকো মোর
পরকালে চেয়ে নিবো খোদার দরবার হতে
তোমাকে-ই যেনো পাই,
জীবন সঙ্গিনী করে।