তুমি থেকো রাত্রি দ্বিপ্রহর
গল্প কথোপকথনে
তুমি থেকো ভোর অবধি
সূর্যোদয় উঠবে যখন সুদৃশ্য ধরণী ভেসে
তুমি থেকো,তুমি থেকো মোর পাশে
আলোকরশ্মি সারাদিন দীপ্র হয়ে!


নয়না মাঝে হারিয়ে স্বয়ং
মাথা রেখে তোমার কোলে,
নিদ্রা চোখে পূর্ণিমার চাঁদ দেখবো
তোমার মুখপানে,
এলোমেলো বেশ তুমি আর আমি
খোলা আকাশের নিচে বিশ আঙ্গুল জোরানো!


সারারাত একে অপরকে দর্শনে যাওয়া
নিস্তব্ধতার মাঝে আলিঙ্গন বুক বাহুতে
তুমি আমি আর জোছনামাখা সুন্দর রাত
এই রাজ্যের শহরে শুধু দু'জন দু'জনার!


এই আসমান মাটির' মাঝখানে
আমাদের অনুভূতি কল্পনা ভেদ করে
জন্মাবে বাস্তবতার নতুন রূপে!
ডুবে যাওয়া তোমার ভাবনায় আমি
আমার ভাবনায় তুমি,
সারাবেলা হইচই ছুটাছুটি
কখনো ভিড়তে দেবো না কালো মেঘ
আমাদের স্বপ্নঘোরে!


দু'জনে উড়ন্ত গাঙচিলের মতো
ঘুরে বেড়াবো পুরো পৃথিবী
মুঠো ভরে স্বপ্নের প্রদীপ জ্বালিয়ে
আলোকিত করবো আমাদের ধরণী!