তুমি আজ নাই মোর আছো কবিতায়
দূরে গেছো তবুও তো ভুলা নাহি যায়।
বার বার দিছো ব্যথা পাই নি তো ব্যথা
শেষবার দিলে ব্যথা থেমে যায় কথা।
প্রাণ নাহি চলে আর তারপর থেকে
একা একা শত পথ চলি একেঁবেঁকে।
পথহারা দিশেহারা বাঁচা বড় দায়
স্মৃতি গুলো মনটাকে শুধুই পোড়ায়।


আসো না আমার কাছে আর ছলনায়
জানি না আমার কথা নাও ভাবনায়।
কিছুই বল না আর দেখা যদি হয়
তাকিয়ে দেখ না মোরে, ব্যথা তাতে রয়।
জানি না সেই হৃদয় কিভাবে হারায়
ব্যথা দিয়ে তুমি থাকো কিভাবে লুকায়।


রচনা কাল : ২২/০৪/২০১৮ ইং