আঁধারে স্বপন মাঝে দেখি হাসি মুখ
হৃদয় গভীরে পাই যেন মহাসুখ।
আপন করতে তারে পথে ঘাটে হাঁটি
কোথায় মিলবে দেখা বুক যায় ফাঁটি।
গানের সুরের মাঝে খুঁজে যাই তারে
কবির কবিতা পড়ে দেখি বারে বারে।
দক্ষিণা পবন যদি দেয় ছোঁয়া প্রাণে
মনের বাগানে ফুল বোঝে কিছু মানে।


গোধূলি আলোয় ভাসে কিছু স্বপ্ন স্মৃতি
মনের দুয়ারে তাই আসে প্রেম প্রীতি।
জীবন চলার পথে কত কিছু ঘটে
সুখের সন্ধান কালে মিথ্যে কত রটে।
কলঙ্ক লাগলে গায়ে পুড়ে হব ছাই
ভাবনা তাইতো এত কিসে সুখ পাই?


রচনা কাল : ২৪/১১/২০১৮ ইং