আগুন ধরেছে প্রাণে তাই ঝরে গানে
যে ধরাল সে কি আর এর ব্যথা জানে?
সে কি জানে পোড়া গন্ধ বাইরে না যায়
হৃদয়ের মাঝটারে কুঁড়ে কুঁড়ে খায়।
শান্ত্বনা মানে না বলে থামে না সে জ্বালা
সুখের দুয়ারে তাই পড়ে গেছে তালা।
যার জন্য আয়োজন সেই তো জানে না
আজ সে দূরের লোক তাই সে আসে না।


জানি চিরকাল ধরে শুধু দূরে রবে
এতটুকু কথা বাকি বলি আর কবে?
কোন সুযোগ হয় না পাই না ক ধারে
আসে না ক ফিরে আর সেই বারে বারে।
সেই পথ সেই ভিটে করে হাহাকার
সেই সাথে হৃদয়টা কাঁদে ঝারে ঝার।


রচনা কাল : ২৯/১০/২০১৮ ইং