ভুলে গেলি চিরতরে এত ভালবেসে
প্রেম দিয়ে বুক ভরে দুঃখ দিলি শেষে।
জানতাম যদি আগে প্রেমে এত জ্বালা
তিলে তিলে দেহমন পুড়ে করে কালা।
বাসতাম নাহি ভাল বেঁধে মনে মন
মহাসুখে হত ঘুরা যেন শত বন।
আজ শুধু ব্যথা মনে কোন সুখ নাই
চারদিকে হাহাকার জল কোথা পাই?


তুই আজ বড় সুখী যেন ঘর বেঁধে
একা ঘরে নিশিরাতে মন যায় কেঁদে।
চুপিসারে তোর কথা সারাক্ষণ ভাবি
জানা নাহি ছিল কভু দূরে চলে যাবি।
আজ তুই দূর দেশে হেসে দিন কাটে
এই বুক তাই শুনে বুক যেন ফাঁটে।


রচনা কাল : ২৫/০৪/২০১৯ ইং