আজি চৈত্র শেষ দিনে মন চায় যারে
কাল পহেলা বৈশাখে পাবো কি তাহারে।
সে তো প্রতিবেশি মোর প্রিয় তো হয় নি
কাছাকাছি আছে সে তো দূরে তো যায় নি।
তবু তারে ছুঁতে গিয়ে যায় না তো ছোঁয়া
ছুঁতে গেলে যেতে পারে হয়ে যেন ধোঁয়া।
তাই তো লাগে হৃদয়ে ভয়ের কম্পন
কি করে মনের কথা জানাবে যে মন।


কাল বৈশাখের দিনে ঘুরবে হাসবে
বৈশাখের সাজে যেন পাশেতে বসবে।
তখন মনের কথা সব দিবো ছেড়ে
তার হৃদয়ের কথা নিয়ে নিবো কেড়ে।
পেতে পারি আশা রাখি নতুন জীবন;
রাঙাতে পারি বৈশাখে ধূসর ভুবন।


রচনা কাল : ১৩/০৪/২০১৮ ইং