এ আমার বাংলাদেশ উঁচু মাথা তার
এ দেশে সোনার ছেলে আছে প্রতি ঘর।
যারা করে অত্যাচার করে অবিচার
ভেঙে দিছে সেই হাত নেই তারা আর।
যারা হেসে ছিল পথে রক্ত খেলা খেলে ;
তারা আজ দূরে গিয়ে শুধু যেন জ্বলে।
আজো তারা চোখ মেলে গোপনে বাংলায়
জেগে ওঠো বীর সেনা চেয়ে দেখ বায়।


কিছু শত্রু ভয় পেয়ে ডুবে ছিল মুখ
তারা আজ জেগে ওঠে কেড়ে নিতে সুখ।
কিছু শত্রু সাধু হয়ে বেঁচে আছে সাথে
দুধ কলা খেয়ে যেন চলে সাথে সাথে।
সেই আগের মতন, জাগো ভাই সবে
হাত দাও ভেঙেচুরে তবে তো বুঝবে।


রচনা কাল : ২৬/০৩/২০১৮ ইং