আপন দেশের গান দিবানিশি গাই
সবুজ শ্যামলে ঘেরা আর কোথা পাই?
চারদিকে তরুলতা ডাকে পশু পাখি
বনে বনে কুঁড়ে ফল যত্নে বেঁধে রাখি।
সকাল সন্ধ্যায় যাই আম গাছ তলে
সেখানে ব্যাঙ্গের পোনা থাকে দলে দলে।
ছাগলের বাচ্চা পাশে ঘাস খায় সুখে
মাঝে মাঝে আম পাতা ধরি তার মুখে।


ছোট ছোট ছেলে মেয়ে করে মারামারি
একজন মেরে গিয়ে দৌড়ে যায় বাড়ি।
অশ্রু ভরা চোখ নিয়ে গড়াগড়ি খায়
তাই দেখে কত জনে সুখে হেসে যায়।
আম তলে বসে সব দেখি দু'নয়নে
শৈশবের শত স্মৃতি জাগে সব মনে।


রচনা কাল : ১০/১১/২০১৮ ইং