চির সবুজের দেশ, এই বাংলাদেশ।
গানে গানে মুখরিত, আছি সুখে বেশ।
আঁকাবাঁকা নদী চলে, গ্রাম ভেদ করে।
গ্রাম্য বধু সেথা থেকে, জল তোলে ভোরে।
ছোট ছোট গ্রাম খানি, মাথা তুলে রয়।
সোনার ফসল ফলে, মোদের বাংলায়।
ভিনদেশি কত লোক, ক্ষ্যাপা ধরে তারা;
আমার সোনার দেশ, নিবে বলে ওরা।


এই দেশে স্বাধীনতা, কেনো আজ হারা।
স্বাধীনতা পেয়ে তবু, কেনো দিশেহারা।
সবে সচেতন হও, কাঁধে রাখ কাঁধ।
তাহলে শান্তি ফিরবে, থাকবে না বাঁধ।
গড়বো সুন্দর করে, আমাদের দেশ।
নেই ভয় হবে জয়, যত আছে ক্লেশ।


রচনা  কাল ঃ
০৫/০৩/২০১৭ ইং
৮ঃ৪৯ পিএম।