আমাকে কাঁদাতে যদি লাগে খুব ভাল
অন্তর ভেতরে তবে ব্যথা আরো ঢালো।
সইতে পারিনে যেন এত দিবে জ্বালা
পুড়তে পুড়তে বুক হয়ে যাক কালা।
ভাসালে জীবন তরী অন্ধকার জলে
কখন পড়বো গিয়ে একেবারে তলে।
ফুরাবে আবেগ যত মনে করে বাস
ভুলতে পারবো নাহি যদি থাকে শ্বাস।


তোমায় দেখতে গেলে কষ্ট বুঝি পাও
আড়ালে লুকিয়ে তাই ফিরে ফিরে চাও।
আসলে আমার কাছে হবে অপরাধী
ভাবছো শুধুই মিছে তাই এত কাঁদি।
জীবনে কখনো যদি ভুল ভেঙে যায়
সেদিন অবশ্য এসো এই আঙিনায়।


রচনা কাল : ২৩/০১/২০১৯ ইং