ওই বুকে রেখে তুমি ছুঁড়ে ফেলে দিলে
কষ্ট দিয়ে সুখ গুলো তুমি বেঁধে নিলে।
আমার হৃদয় মাঝে দুঃখ দিলে শুধু
পর করে হয়ে গেলে অন্য কারো বধূ।
কত শত স্মৃতি ছিল সব ভুলে গেলে
জৈষ্ঠ মাসে আর কভু নাহি ফিরে এলে।
শেষ কথা মিছে ছিল আজ জানা হল
চুপ মেরে থাকো তাই নাহি কিছু বলো।


ব্যথা দিয়ে সুখে আছো সে তো ভাল নয়
মোর কিছু ব্যথা নিলে পাবে তুমি ভয়।
আমি যদি তুমি হতে বুঝতে তখন
কত বিরহ হৃদয়ে করে জ্বালাতন।
কিছু যদি নাহি বোঝো মিছে এ জীবন
আমার ব্যথার দাম হবে গো মরণ  ।


রচনা কাল : ১৫/০৫/২০১৮ ইং