আমার গায়ের মাঝে, আম ভিটা আছে।
সারা দিন লোকে ভরে, কথা নয় মিছে।
দক্ষিণা পবনে সেথা, অনেকে ঘুমায়।
আবার মনের সুখে, কেহ গান গায়।
ছোট ছেলে মেয়ে যেন, খেলে কত কিছু।
মায়ের বকুনি খেয়ে, ফিরে যায় পিছু।
এই ভিটে মায়া জানে, ডাকে ইশারায়।
তাই লোকে ছুটে আসে, সকাল সন্ধ্যায়।


ঘুঘু ডাকে আম গাছে, নিচে ডাকে খোকা।
মাঝ খানে ধারকাক, এসে করে কা কা।
লাঠি হাতে বৃদ্ধ এসে, বসে রয় মাটি।
কখন ঘুমিয়ে পড়ে, ভিটা যেন খাটি।
মায়ের আঁচলে শিশু, শান্তিতে ঘুমায়।
তেমনি গায়ের ভিটা, যেন মধুময়।


রচনা কাল ঃ
০৮/০৭/২০১৭ ইং
২ঃ১৫ পিএম।