আমায় চিনেছে মাঠ লাঙ্গলের ফলা
শস্যের চাহনি দেখে যার পথ চলা।
জেনেছে ভোরের কাক আর পথ ধূলি
কেমন হাঁটার মাঝে ঘুম চোখ খুলি।
আকাশে রক্তিম আভা সূর্য উঠা আগে
ফুটেছে কাজের ফুল এই দেহ বাগে।
পশ্চিমা আকাশে রবি অস্ত চলে যাবে
মাঠের ভেতর দেখো আমাকেই পাবে।


হাজার বছর ধরে এক পথ পরে
চলছি নিরব পায়ে যেতে সুখ ঘরে।
কখন কোথায় কবে হবে এর শেষ
জীবন প্রদীপ শিখা নাহি জ্বলে বেশ।
হয়তো পথের ধারে কোন একদিন
ঘুমাবো গভীর ঘুমে সবে রবে ঋণ।


রচনা কাল : ২৭/১১/২০১৮ ইং