আমি বিরঙ্গনা বলে মুখ ঢাকা দেই
দেশ বাঁচিয়েছি বলে আমি বেঁচে নেই।
আমি আজ নষ্ট মেয়ে আজ মূল্যহীন
কত দাম ছিল সেই যুদ্ধ চলা দিন।
সেই দিন মনে হলে চোখে অশ্রু ঝরে
ক্ষণে হাসি ক্ষণে কাঁদি যেন বুক ভরে।
যারা বিরঙ্গনা মানে বোঝে নষ্টা বেশি
তারা এ দেশের নয় তারা ভিন্নদেশী।


স্বাধীন হয়েছে দেশ স্বাধীন করেছি
প্রাণ যায় নি বলেই জীবিত মরেছি।
যাদের জন্য স্বাধীন তারা পরাধীন
তবুও বুঝলে না ক কত আছো ঋণ?
যদি সেই দিন কভু আবারও আসে
বিরঙ্গনা নাম নিয়ে কেউ যেন হাসে।


রচনা কাল : ১৪/১০/২০১৮ ইং