হারানো সে মুখ খানি ছায়া হয়ে ভাসে
মনে হয় দূর হতে প্রিয়া যেন হাসে।
মনের সব ব্যথায় শুধু তার নাম
ব্যথা ভরা মন তাই পায় না কো দাম।
যার জন্য সব কিছু সে তো হল পর
ঠিকই সে বেঁধে নিল অন্য বুকে ঘর।
তাই যেন এই মন তার ছলনায় ;
আঁধারে লুকিয়ে যেন হৃদয় পোড়ায়।


স্বপ্ন দেখা প্রতি রাতে আগের মতই
প্রিয়া থাকে মন খুলে দূরেতে যতই;
আঁধার দেখে আবার ভয়ে ভিতু হয়ে
আসবে আমার কাছে বলে এই হিয়ে।
কবে আর আসবে সে, মন তো মানে না
পর হলে প্রিয়া বুঝি আপন হয় না?


রচনা কাল : ১৯/০৪/২০১৮ ইং