নিজ ছাড়া পৃথিবীতে সবে মোর পর
ব্যথা দিয়েছে সবাই বড় কষ্টকর।
যারে আপন ভেবেছি অতি গোপনেতে
সেও পর করে গেছে বন্ধু যেন পেতে।
কারোর আপন হতে কখনো পারি নি
হাসির ঢেউয়ে আমি ভাসতে পারি নি।
ধূলিভরা মেঠো পথে একা যে হেঁটেছি
দূরে নদী দেখে কত ভাল যে বেসেছি।


জানি না এ জীবনের আছে কি না মানে
কেহ যদি নাহি জানে বিধাতা যে জানে।
এত জ্বালা পেয়ে বুক কি সুখে হাসছে
হৃদয়ের ভাজে ভাজে দাগ যে কাটছে।
নিশ্চুপ আঁধার রাতে বসে জানালায়;
ভাবছি হারাবো আমি দূর অজানায়।


রচনা কাল : ০৪/০৬/২০১৮ ইং