আমি ব্যথা পেলে বুক অশ্রুতে ভাসাও
রাত জেগে কষ্ট গুলো হৃদয়ে সাজাও।
আজ কাল কত করে ভাবছো আমায়
জড়ালে মধুর প্রেমে মায়ায় মায়ায়।
পবিত্র অন্তরে ঠাই দিলে যত্ন করে
আদরে আমার মন সুখে দিলে ভরে।
বিনিময়ে প্রেম ছাড়া কি দিবো তোমায়
নিদারুণ কষ্টে তাই রজনী পোহায়।


ধনী ঘরের মাইয়া শোনো দিয়ে মন
আর এগিও না তুমি ভেবে খাটি ধন।
অর্থ সম্পদ নেই তো তোমাদের মত
আমার ঘরে আসলে কষ্ট পাবে শত।
মা,বাবা, ভাই, বোনেরা মানবে না কেউ
তোমায় বকবে শুধু তুলে দুঃখ ঢেউ।


রচনা কাল : ০৫/০৯/২০১৮ ইং